Sunday , 19 May 2024
শিরোনাম

ঘরে ঘরে আইনি সহায়তা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত – ওসি ফজলুর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী পুলিশি সহয়তা ঘরে ঘরে পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান। পুলিশই জনতা জনতাই পুলিশ তাই জনতার যেকোনো সমস্যায় আইনি সহয়তা দিতে ফুলবাড়ী পুলিশ সদা প্রস্তুত বলেও বিট পুলিশিংয়ের মতবিনিময় সভায় তিনি এ কথা জানিয়েছেন । সোমবার দুপুরে” বিট পুলিশিং বাড়ি,নিরাপদ সমাজ গড়ি ” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে উপজেলার ছয়টি ইউনিয়নে বিট পুলিশের কার্যক্রম পরিচালনা করে। দুপুরে ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদে ৩নং বিট পুলিশিং কার্যালয়ে শতাধিক নারী-পুরুষকে নিয়ে এক বিনিময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান,সহকারী বিট অফিসার এএসআই শামীম, এএসআই সবুজ,ইউপি সদস্য একরামুল হকসহ আরো অনেকে।

Check Also

কুরবানির আগেই অস্থির মসলার বাজার

কুরবানি সামনে রেখে অস্থির হয়ে উঠেছে দেশের বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে মসলার বাজার। পুরো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x