Tuesday , 4 June 2024
শিরোনাম

চট্টগ্রামে আমাদের আলোকিত সমাজের উদ্যোগে উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ‘আমাদের আলোকিত সমাজ’ এর উদ্যোগে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৯ সেপ্টেম্বর উপহার বিতরণ অনুষ্ঠান সংগঠনের চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র উপহার বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জেলার সভাপতি এড. শাহ- রিয়ার তানিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কলামিস্ট ড. মাসুম চৌধুরী, বিশেষ অতিথি ন্যাপ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১৪ দলের মিটুল দাশ গুপ্ত, পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফন্নেছা দোভাষ বেবী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, আমাদের আলোকিত সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অধ্যাপক নাজিম উদ্দীন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ইসতিয়াক চৌধুরী, জেলা কমিটির সহ-সভাপতি মেহেরুন নিপা, রোশন রুজি, মুনমুন ধর, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পলাশ। উপস্থিত ছিলেন মশিউর রহমান রোকন, দীপক ভট্টাচার্য, আবু মো. আফসার উদ্দিন চৌধুরী, নন্দিতা দাশ গুপ্ত, প্রবাল চৌধুরী, জাহেদুল ইসলাম মিঠু, নাসির সরকার, মো. সবুজ প্রমুখ।

Check Also

ঠাকুরগাঁওয়ের মাটি পরীক্ষায় সরকারি অনুসন্ধান টিম সরেজমিনে। 

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার এলাকায় ইটভাটার মাটির স্তুপে ” সোনা পাওয়া “র প্রচারিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x