Friday , 26 April 2024
শিরোনাম

চট্রগ্রামের সাতকানিয়ায় নবগঠিত উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বাতিলের দাবিতে ‘তৃণমূল ‘বিএনপির ঝাড়ু মিছিল ও সমাবেশ

মোহাম্মদ হোছাইন,সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নব গঠিত কমিটি বাতিলের দাবিতে উপজেলা ও পৌরসভা ‘তৃণমূল’ বিএনপির ব্যানারে ঝাড়ু মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) সকাল ১০টার দিকে উপজেলার সাতকানিয়া রাস্তার মাথা ম্যারেজ হাউজ কমিউনিটি সেন্টার থেকে একটি ঝাড়ু মিছিল শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট এলাকা প্রদক্ষিণ করেন।
পরে কেরানিহাটের উত্তরমাথা এলাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা আবদুল কাইয়ুম,হাফেজ আহমদ চেয়ারম্যান, মনজুর আহমদ, মো.শফি, কামাল উদ্দিন ও মো.বাবুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যারা দলের দুঃসময়ে কাছে ছিল না তাদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। তাই এ কমিটি বাতিল করে আগামী এক সপ্তাহের মধ্যে তৃণমূল বিএনপির নেতা-কর্মী দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। না হলে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে নতুন কমিটি গঠনে বাধ্য করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি সাতকানিয়া উপজেলায় জামাল হোসেন আহ্বায়ক ও গোলাম রাসুল মোস্তাককে সদস্য সচিব এবং পৌরসভায় শওকত আলী চৌধুরীকে আহ্বায়ক মোহাম্মদ আবদুর রহিমকে সদস্য সচিব করে উভয় কমিটিতে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌরসভা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। কমিটি গঠন সম্পর্কিত বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে তোলপাড় শুরু হয় তৃণমূল বিএনপির নেতা-কর্মীর মাঝে। অন্যদিকে, এ কমিটির বিরোধিতাকারীরা গত শুক্রবার (১৩মে) দুপুরে সাতকানিয়ার কেঁওচিয়া এলাকায় যুবদলের এক কর্মী সমাবেশে যাওয়ার প্রাক্কালে উপজেলার কেরানীহাট এলাকায় পৌঁছলে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেনের প্রাইভেট কারে হামলা চালিয়ে গাড়ির কাঁচ ভাংচুর করে।এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক নেতা মুুুজিবুর রহমান চেয়ারম্যানকে প্রধান আসামী করে ৫/৬ জনকে এজাহারনামীয় এবং ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা দিয়ে জামাল হোসেন বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আগে ঘটনাস্থল থেকে জড়িত মো.শাকিব নামে এক যুুুবককে আটক করে পুুুলিশে সোপর্দ করা হয়।

Check Also

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান শেখ হাসিনা প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x