Sunday , 19 May 2024
শিরোনাম

চাঁদপুরে জেলেদের চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান জেলহাজতে

মনির হোসেন ।।

জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ মামলায় চাঁদপুর সদরের কল্যাণপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীর বিরুদ্ধে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান কল্যাণপুর ইউনিয়নের জেলেদের ৮২ বস্তা চাল আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

এ মামলায় আদালতে সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, গত মে মাসে কল্যাণপুর ইউনিয়নে জাটকা রক্ষায় জেলেদের জন্য ৫৩ দশমিক ৬৮০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে জেলেদের চাল না দিয়ে তা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠে ইউপি চেয়ারম্যান রনি বিরুদ্ধে।

অভিযোগ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের নির্দেশে দুটি গুদাম সিলগালা করা হয়।

পরে সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেন।

Check Also

গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x