Friday , 3 May 2024
শিরোনাম

চীনের হাসপাতালগুলো দৃশ্যত ভরে যাচ্ছে: ডব্লিউএইচও

করোনাভাইরাসের নতুন ঢেউ নিয়ে উদ্বেগের মধ্যে চীনের হাসপাতালগুলো দৃশ্যত রোগীতে ভরে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির স্বাস্থ্যগত জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক মাইকেল রায়ান বলেন, চীনের কর্মকর্তারা করোনায় আক্রান্তের সংখ্যা ‘তুলনামূলক কম’ বললেও নিবিড় পরিচর্যা ইউনিটগুলো (আইসিইউ) ব্যস্ত রয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, চীন প্রকাশিত ডেটা অনুযায়ী, বুধবার করোনায় কারও মৃত্যু হয়নি। যদিও রোগটির প্রকৃত বিস্তার নিয়ে সংশয় রয়ে গেছে।

করোনা সংক্রমণ বাড়ায় সম্প্রতি বেইজিংসহ অনেক শহরের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়তে থাকে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে ২০২০ সাল থেকে জিরো কোভিড পলিসির অংশ হিসেবে কঠোর বিধিনিষেধ আরোপ করে চীন, তবে কড়াকড়ির বিরুদ্ধে কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভের পর দুই সপ্তাহ আগে বিধিনিষেধ শিথিল করে বেইজিং।

কড়াকড়ি থেকে সরে আসার পর চীনে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাতে বিশেষভাবে ঝুঁকিতে থাকা বৃদ্ধদের মৃত্যুহার বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সংক্রমণ বাড়লেও চীনের সরকারি ডেটা অনুযায়ী, করোনায় সোমবার দুজন এবং মঙ্গলবার পাঁচজনের মৃত্যু হয়।

এমন পরিস্থিতিতে ডব্লিউএইচওর কর্মকর্তা মাইকেল রায়ান ভাইরাসের সংক্রমণ নিয়ে বিশদ তথ্য দিতে চীনকে তাগিদ দেন।

তিনি বলেন, ‘চীনে আইসিইউগুলোতে তুলনামূলক কম রোগী থাকার খবর বেরিয়েছে, তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আইসিইউগুলো ভরে যাচ্ছে।’

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x