Monday , 20 May 2024
শিরোনাম

ছাড়া পেলেন বিএনপি নেতা মুক্তাদির

গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আইনজীবীরা থানায় জামিনের কাগজপত্র দেখালে তাকে ছেড়ে দেয় পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সুদীপ দাস জানান, যে মামলায় মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয় সেই মামলায় তিনি জামিনে ছিলেন। আজ গ্রেপ্তারের পর তার আইনজীবীরা সন্ধ্যার আগে কোতয়ালী থানায় গিয়ে জামিনের কাগজপত্র দেখান। এরপরই মুক্তাদিরকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, পুরনো একটি নাশকতার মামলায় মুক্তাদিরের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। ওই মামলায় বিকেলে মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়েছিলো। গ্রেপ্তারের পর মুক্তাদিরকে কতোয়ালি থানাতেই রাখা হয়। ইফতারের আগ মুহূর্তে ছাড়া পান মুক্তাদির।

বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।

Check Also

নির্বাচনে প্রচারণার খিচুড়ি গেল শিক্ষা প্রতিষ্ঠানে

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি রান্না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x