Sunday , 28 April 2024
শিরোনাম

জাটকা ইলিশ ও জেলি যুক্ত চিংড়ি মাছ সংরক্ষন ও বিক্রয়ের অপরাধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০৬ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা

গত ১১ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখ বিকাল ০৪:৩০ ঘটিকা হতে রাত ১১:৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ ও জেলি যুক্ত চিংড়ি মাছ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে ০৯ জনকে ৬,৪৫,০০০/- (ছয় লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৭৪,৪০০/- (চুয়াত্তর হাজার চারশত) টাকা মূল্যের ৪০ কেজি জাটকা ইলিশ ও ৭২ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ ও জেলি যুক্ত চিংড়ি মাছ সংরক্ষন ও বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

Check Also

‘ঢাকার তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয় বন্ধ করা যুক্তিযুক্ত নয়’

ঢাকার বর্তমান তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ের সিদ্ধান্ত নেয়ার মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x