Tuesday , 19 March 2024
শিরোনাম

জাপানে বন্দুক হামলা-ছুরিকাঘাতে পুলিশসহ নিহত ৪

জাপানের নাগানো প্রদেশে ছুরিকাঘাত ও বন্দুক হামলায় দুই নারী এবং দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মাসানোরি আওকি (৩১)। তার বাবা একজন স্থানীয় রাজনৈতিক নেতা।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, নাগানোর প্রত্যন্ত এক অঞ্চলে ছুরিকাঘাত ও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত হয়েছেন। হামলাকারী যুবক সিটি অ্যাসেম্বলি স্পিকার মাসামিচি আওকির ছেলে। তার প্রথম শিকার ছিল এক নারী। প্রায় এক ফুট লম্বা একটি ছুরি দিয়ে ওই নারীকে কুপিয়ে হত্যা করে যুবক।

সন্দেহভাজন ওই যুবককে আটক করতে গেলে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায় সে। তবে চতুর্থ আরেকজন বৃদ্ধা কিভাবে নিহত হয়েছেন তা স্পষ্ট নয়।

জাপানে অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় সেখানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেনস পেতে হয়।

সূত্র : বিবিসি

Check Also

গাজায় ১৩ হাজারের বেশি শিশু নিহত: ইউনিসেফ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই ১৩ হাজারের বেশি। এমনটাই বলছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x