Tuesday , 30 April 2024
শিরোনাম

জাপান দূতাবাসে শিল্পী কিবরিয়ার প্রদর্শনী উদ্বোধন

বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী স্মরণে ঢাকার জাপান দূতাবাসে শিল্পী মোহাম্মদ কিবরিয়ার একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) ‘কিবরিয়া-এ রেট্রোস্পেকটিভ’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট (এসপিবিএ) ও দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে শিল্পী কিবরিয়ার সেরা ৫০টি শিল্প প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, এসপিবিএ চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের সৈয়দ দুর্জয় রহমান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। শিল্পী কিবরিয়া ১৯৫৯ থেকে ১৯৬২ সাল পর্যন্ত টোকিও ইউনিভার্সিটি অব আর্টসে অধ্যয়ন করার জন্য জাপান সরকারের কাছ থেকে একটি বৃত্তি পেয়েছিলেন। জাপানে থাকাকালীন কিবরিয়া জাপানি শিল্পীদের কাছ থেকে জাপানি নন্দনতত্ত্ব দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। প্রদর্শনীটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য আগামী ২০ নভেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে।

Check Also

দেশজুড়ে বৃষ্টির সুখবর দিলো আবহাওয়া অফিস

দেশে টানা তাপপ্রবাহ চলছে। এরমধ্যে কোথাও কোথাও তাপপ্রবাহ অতি তীব্র আকার ধারণ করেছে। চুয়াডাঙ্গায় চলতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x