Monday , 20 May 2024
শিরোনাম

জাবিতে ‘বাঁধন’ এর রজতজয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর রজতজয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৮ আগস্ট) বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম। এসময় ফলজ, বনজ, ঔষধি এবং ফুলগাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, ‘বৃক্ষরোপণের ফলে সবুজ ক্যাম্পাস আরো সবুজ হবে। বাঁধনের রক্ত দান কর্মসূচির সাথে আরো একটা ভালো কাজ যোগ হলো। এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে এই কামনা করি। ভালো কাজের সাথে আমাকে সবসময় পাশে পাবে।’

এ প্রসঙ্গে বাঁধন জাবি জোনের সভাপতি শাকিল আহমেদ বলেন, ‘আগামী ২৪ অঅক্টোবর বাঁধনের রজতজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় পরিষদ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি। বাঁধন জাবি জোন বিশ্বিবদ্যালয়ের ১৬ টি হলে ইউনিটকে সাথে একযোগে বৃক্ষরোপণ করবে।’

তিনি আরো বলেন, ‘আমরা দুই শতাধিক বৃক্ষরোপণ করব। আমাদের জোন অফিস থেকে আজকে এ কার্যক্রম উদ্বোধন করা হলো। পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের হল ইউনিট গুলো নিজেদের মতো বৃক্ষরোপণ করবে।’

বৃক্ষরোপণ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ও পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক আলমগীর কবীর ও বাঁধনের বিভিন্ন হল ইউনিটের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’-এই স্লোগানে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ প্রতিষ্ঠিত হয়। ০৫ জানুয়ারি ২০০৪ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম শুরু হয়।

Check Also

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড.হুমায়ুন কবির সুমনের সাংবাদিক সম্মেলন

লুৎফুর রহমান রিপন।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x