Monday , 20 May 2024
শিরোনাম

রাজধানীর যাত্রাবাড়ীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৭ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ ০১ জন জাল টাকা সরবরাহকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ লাভলু (৪৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১,০০০/- টাকা সমমূল্যের ১০০টি জাল নোটের ০১টি বান্ডিল, ৫০০/- টাকা সমমূল্যের ১০০টি জাল নোটের ০১টি বান্ডিল, ০১টি মোবাইল ফোন ও নগদ- ৫০০/- (পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে জাল টাকা সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Check Also

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড.হুমায়ুন কবির সুমনের সাংবাদিক সম্মেলন

লুৎফুর রহমান রিপন।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x