Friday , 3 May 2024
শিরোনাম

ডিআরএস আনার সব চেষ্টা করেছি, সম্ভব হয়নি: বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মন্তব্যে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সরগরম ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়। এদিন টুর্নামেন্টের স্পন্সর ঘোষণার জন্য আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এবারের বিপিএলের টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানি।

অনুষ্ঠানে ডিআরএস ও বিপিএলের নানা অসঙ্গতি নিয়ে একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হয় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে।

ডিআরএস বিষয়ে তিনি বলেন, দুই-তিন মাস আগেই আমাদের প্রোডাক্টশন টিম বিষয়টি জানায়। এরপর আমরা আমাদের জায়গা থেকে ডিআরএস আনার সব চেষ্টা করেছি। আইসিসির সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করেছি। কিন্তু কোনো কারণে সেটা আনা সম্ভব হয়নি। কারণ একই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট চলছে। কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এসব কারণেই আমরা ডিআরএস আনতে পারিনি।

এক প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাহী বলেন, আমাদের এখানে অবশ্যই সীমাবদ্ধতা ছিলো। যে কারণে আমাদের প্রোডাক্টশন হাউজ সেটা আনতে পারেনি। আমরাও এটা জানার পর নিজের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে যারা ডিআরএস সার্ভিস দিয়ে থাকে, তাদের যথেষ্ট লোকবল নেই। ভারত সিরিজের পর ডিআরএসের জিনিসপত্র পড়ে আছে। কিন্তু ব্যবহার করার লোক নেই।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x