Friday , 3 May 2024
শিরোনাম

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সাংবাদিক বাবুর মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মমিন হোসেন, স্টাফ রিপোর্টার : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে ৭২ ঘন্টার মধ্যে সাংবাদিক আজিজুল হক বাবুর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬শে এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা’য় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে সাংবাদিকতা করা চাকরিজীবি রামকৃষ্ণ সাহাকে বাঁচাতে দৈনিক আমার সংবাদের নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি আজিজুল হক বাবুকে ফাঁসানো হয়েছে। এ জঘন্য কর্মকা-ের সাথে যুক্ত রয়েছেন স্থানীয় সাংসদ, পুলিশ, শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোন প্রকার তদন্ত না করেই এক ঘন্টার মধ্যেই সাংবাদিক বাবুকে গ্রেফতার করায় নাগরপুর থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনকে প্রত্যাহার করতে হবে। সেইসাথে সুষ্ঠু তদন্তসাপেক্ষে মিথ্যে মামলা প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তির দাবী জানানো হয়।

মানববন্ধনে জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সহ-সভাপতি শফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল রূপায়ন বাংলার সম্পাদক রশিদ আহম্মেদ আব্বাসী, সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিন, শাহ্ আলম, স্থানীয় সাপ্তাহিক শোষিতের কণ্ঠের সম্পাদক আলমগীর হোসেন।

এসময় ডেইলী নিউজ মেইলের টাঙ্গাইল প্রতিনিধি সুমন ঘোষ, আমার সংবাদের টাঙ্গাইল প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী, যুগান্তরের কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদ, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, সাংবাদিক আতোয়ার রহমান, সবুজ সরকার, সৈয়দ মহসিন হাবিব সবুজ, মোঃ মমিন হোসেনসহ প্রায় অর্ধ শত সাংবাদিক উপস্থিত ছিলেন।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x