Monday , 13 May 2024
শিরোনাম

তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবি সিপিবির

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সভা মঙ্গলবার পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে অনুষ্ঠিত হয়। সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য কমরেড শামছ্জ্জুামান সেলিম ও কমরেড অধ্যাপক এ এন রাশেদা।

সভায় নেতৃবৃন্দ বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের নামে লির্লজ্জ প্রহসন সংঘটিত হয়েছে। পুলিশের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা ও মাত্র ১১% ভোটারের উপস্থিতি প্রমাণ করে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এ ধরনের নির্বাচনের প্রতি জনগণেরও আস্থা নেই। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া নির্বাচনের প্রতি জনগণের আস্থা অর্জিত হবে না।

পরে সরকারের দুঃশাসন হটানো ও ব্যবস্থা বদলের সংগ্রামকে বেগবান করতে আগামী ২০ জুলাই থেকে ৩০ জুলাই সারাদেশে সকল জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। সভায় বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচি সফল করারও আহ্বান জানান হয়।

Check Also

‘ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x