Tuesday , 7 May 2024
শিরোনাম

তবুও তুরস্কে প্রতিনিধি পাঠাচ্ছে ফিনল্যান্ড-সুইডেন

বুধবার তুরস্কে নিজেদের প্রতিনিধিদের পাঠাতে যাচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটোতে যোগ দেওয়ায় যেন তুরস্ক বাধা হয়ে না দাঁড়ায় সেটি নিশ্চিত করতে দেশটিতে আলোচনার জন্য আসছে এ দুটি দেশের প্রতিনিধিরা।

তবে প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, তুরস্কে যেন ফিনল্যান্ড-সুইডেন প্রতিনিধি না পাঠায়। সরাসরি না করার পরও এরদোগানকে বোঝাতে প্রতিনিধিদের পাঠাচ্ছেই তারা।

প্রতিনিধি পাঠানোর ব্যাপারে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেছেন, আঙ্কারায় সফরের জন্য আমরা আমাদের প্রতিনিধিদের পাঠাচ্ছি, আসলে ফিনল্যান্ড ও সুইডেনের প্রতিনিধি। এটি কাল হবে সুতরাং আলোচনা অব্যহত থাকবে।

এদিকে ন্যাটোর অন্যতম পুরাতন সদস্য তুরস্ক ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, এ দুটি দেশ জঙ্গীদের মদদ দেয়। ফলে তারা ন্যাটোতে যোগ দিতে চাইলেও তুরস্ক এটিতে ভেটো দেবে।

কোনো দেশ যদি ন্যাটোতে যোগ দিতে চায় তাহলে বর্তমানে যে ৩০টি দেশ আছে তাদের সবার অনুমতি লাগবে। ৩০টি দেশের কোনোটি যদি ভেটো দেয় তাহলে নতুন সদস্য হিসেবে যোগ দিতে পারবে না সদস্য হওয়ার আবেদনকারী দেশটি।

সূত্র: ডেইলি সাবাহ, দ্য গার্ডিয়ান

Check Also

বুধবার যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের দিন আগামী ৮ মে (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x