Friday , 3 May 2024
শিরোনাম

তাহিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:

বাল্যবিবাহ,ইভটিজিং, মাদক, চোরাচালান সহ সমাজের সকল অপরাধ রোধে ১৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার সীমান্ত জনপদ বড়ছড়া জিরো পয়েন্টে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে।

ট্যাকেরঘাট ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ খায়রুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ও বিশেষ অতিথি তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি আলহাজ্ব আলকাছ উদ্দিন খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতি মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। চোরা চালান, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার ক্রাইম, সমাজের ঝগড়া বিবাদ নিরসন সহ সমাজের সকল ধরনের অপরাধ রোধে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। এবং সকল ধর্মীয় উৎসব পালন ও নিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিট অফিসার এস,আই আবু বক্কর সিদ্দিক, বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানি কারক গ্রুপের অর্থ সম্পাদক জাহের আলী, সচিব রাজেস পাল, ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মুক্তার হোসেন, কাস্টমস সুপার আরিফ হোসেন, ১, ২ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মিনারা বেগম, ১ নং ওয়ার্ড মেম্বার শাহ জাহান, ২ নং ওয়ার্ড মেম্বার রাসেদ, ৩ নং ওয়ার্ড মেম্বার শাফিল মিয়া প্রমূখ।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x