Sunday , 28 April 2024
শিরোনাম

তৃতীয় বিশ্বযুদ্ধ চায় না চীন

কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইউক্রেন সংঘাতের ইতি দেখতে চায় চীন। এমনকি দেশটি তৃতীয় বিশ্বযুদ্ধও চায় না বলে জানিয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েং ওয়েনবিন এই কথা জানান।

তিনি বলেন, তার দেশের সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইউক্রেন সংঘাতের ইতি দেখতে চায়।

এদিকে মঙ্গলবার (২৬ এপ্রিল) তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা উচ্চারণ করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এদিন রুশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনে চলমান সংঘর্ষ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে, যা মূলত পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো কর্তৃক ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধ শুরু করেছে।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে ওয়েং ওয়েনবিনকে প্রশ্ন করেন সাংবাদিকরা। চীনা এই কূটনীতিক জবাবে বলেন, কেউই চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনাকে উৎসাহ দেওয়া উচিত।

ওয়েং ওয়েনবিনের মতে, ইউক্রেনের সশস্ত্র সংঘাতকে দীর্ঘায়িত হতে দেওয়া উচিত নয়। তিনি নেতিবাচক পরিণতি প্রতিরোধ করার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে বলেন, ইউক্রেনীয় সংঘাত শুধুমাত্র ইউরোপ নয়, সমগ্র বিশ্বকে প্রভাবিত করতে পারে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উপসংহার টেনে বলেন, আমরা আশা করি সংশ্লিষ্ট সকল পক্ষ নমনীয় হবে এবং উত্তেজনা রোধ করবে।

Check Also

‘ঢাকার তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয় বন্ধ করা যুক্তিযুক্ত নয়’

ঢাকার বর্তমান তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ের সিদ্ধান্ত নেয়ার মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x