আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল রবিবার বিকেলে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মতিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি)হাসান আব্দুল্লাহ আল মামুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড.হারুন অর রশিদ,ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা মোঃ ফজলে রাব্বী,মোঃ আবুল কালাম (সাবেক সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিশাল উপজেলা শাখা),এ.এন.এম শোভা মিয়া আকন্দ,মোঃ আশরাফুল ইসলাম মন্ডল,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় বক্তাগণ ঐতিহাসিক মুজিব নগর দিবসের প্রেক্ষাপট তোলে ধরে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পৃথিবীতে অনেক দেশ আছে যারা ৫-১০ বছর যুদ্ধ পরিচালনা করেও স্বাধীনতা লাভ করতে পারেনি।বাংলাদেশ কেবলমাত্র নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে।এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর অনুগত মুজিবনগর সরকারের দক্ষ নেতৃত্বের কারণে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বাধীনতার মহানায়ক।মুজিবনগর সরকার তার পার্শ্ব চরিত্র।যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে,ততদিন তাঁদের স্মৃতি,তাঁদের কর্ম,নব প্রজন্মের বাংলাদেশের নাগরিকদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে জেলা তথ্য কর্মকর্তা শেখ মোঃ শহীদুল ইসলামের তত্ত্বাবধানে মুজিবনগর সরকার এবং তাঁদের কর্মকাণ্ডের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।এরপর সভাপতির বক্তব্যে ত্রিশাল উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তারুজ্জামান সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।