Monday , 6 May 2024
শিরোনাম

‘যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে’

যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থার (এইচআর) প্রতিবেদনটি বাংলাদেশের আইনশৃঙ্খলা সংস্থাগুলোর জবাবদিহিকে ‘অত্যন্ত খাটো’ করে দেখা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের আইনব্যবস্থা আগ্নেয়াস্ত্রের স্বেচ্ছাচারী ব্যবহারের মাধ্যমে নরহত্যার অনুমোদন দেয় না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রতিবেদনটি সমাজ ও সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এক অরাজক সমাজ সৃষ্টিতে উৎসাহ দিতেই করা হয়েছে বলে মনে হচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, ‘প্রতিটি গুলি ব্যবহারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যাজিস্ট্রেটদের কাছে জবাবদিহি করতে হয়। আর যদি বেআইনিভাবে গুলি বর্ষণের ঘটনা ঘটে, তবে ওই সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।’

এতে বলা হয়, এ ছাড়া পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে গ্রেপ্তার করলে, ঘটনাটি অবশ্যই ম্যাজিস্ট্রেট আদালতকে অবহিত করতে হয়। ‘প্রতিটি ঘটনায়, ম্যাজিস্ট্রেটই সিদ্ধান্ত নেন যে- গ্রেপ্তারটি আইনসংগত হয়েছে কিনা। এ জন্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনোভাবেই ‘বেআইনিভাবে গ্রেপ্তার’ করে দায়মুক্তি পায় না।

প্রতিবেদনটির সূত্রকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনটিতে বেশ কিছু তথ্যগত ভুল আছে।

মন্ত্রণালয় বলেছে, ‘যদিও আমরা তাদের এই তথ্যের স্বীকৃতি দিই না, তারপরও আইন ও সালিস কেন্দ্র (এএসকে) যেখানে জানিয়েছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে মে মাসে ২৭৫টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। সেখানে মার্কিন প্রতিবেদনটি এএসকের তথ্যকে ভুলভাবে উপস্থাপন করে বলেছে যে, ২০১৮ সালের মে মাস থেকে জুন মাসের মধ্যে ৬০৬টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’

বিবৃতিতে এও বলা হয়েছে যে, বাংলাদেশ সরকার এই অস্বীকার করছে না যে, অনেক ক্ষেত্র আছে যেখানে মানবাধিকার সুরক্ষিত করতে আরো উন্নতি ঘটাতে হবে। ঢাকা এ ব্যাপারে সঠিক লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার জাতিসংঘের মানবাধিকার বিধিবিধান মেনে চলছে এবং যুক্তরাষ্ট্রসহ সকল আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের গঠনমূলক সুপারিশ গ্রহণ করতে প্রস্তুত। সকল বাধা সত্ত্বেও বাংলাদেশ সরকার তার জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে দেশের মানুষের অধিকার ও সম্মান নিশ্চিত করতে এবং তাদের কল্যাণে প্রচেষ্টা অব্যাহত রাখবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন প্রতিবেদনে জোরপূর্বক শ্রম নিষেধের বিষয়টি তুলে ধরে সমালোচনা করা হয়েছে, কিন্তু এতে বাংলাদেশ কীভাবে শ্রমিকদের অধিকার সংরক্ষণের ব্যাপারে উন্নতি ঘটাচ্ছে- সে বিষয়টিকে উপেক্ষা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেদনটি এমন একটি দেশে প্রকাশিত হয়েছে, যে দেশ আইএলও’র ৮টি মৌলিক শর্তের মধ্যে মাত্র ২টি পূর্ণ করেছে, যেখানে বাংলাদেশে এই শর্তের সবগুলোই পূর্ণ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার মনে করে যে, মানবাধিকার লঙ্ঘনের নামে এলজিবিটি অধিকার এবং সমকামী বিবাহের মতো অন্যান্য কয়েকটি দেশের মূল্যবোধ আরোপ করার প্রবণতা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

মন্ত্রণালয় বলেছে, মার্কিন প্রতিবেদনে ২০১৮ সালের নির্বাচনসহ বেশ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছে যাতে বস্তনিষ্ঠতার অভাব রয়েছে।

বলপূর্বক গুমের ঘটনা উল্লেখ করার ক্ষেত্রে মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়নি যে নিখোঁজ ব্যক্তিদের পরিবার ঘটনার সময় ‘জোরপূর্বক’ নিখোঁজের রিপোর্ট করার জন্য আদালতে মামলা করেছিল কিনা।

বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের মামলা না থাকলে বা নিখোঁজ হওয়ার অভিযোগে ভুক্তভোগী পরিবার স্বেচ্ছায় মামলা দায়ের না করলে, আইন প্রয়োগকারী সংস্থা অপহরণ করেছে বলে উপসংহার টানা বরং বেআইনি।

মন্ত্রণালয় বলেছে, প্রকৃতপক্ষে, বাংলাদেশ সর্বত্র বিদ্যমান একই ধরনের অপব্যবহার ও লঙ্ঘনের বিষয়ে অনেক বিশ্বস্ত সূত্র থেকে উদ্ধৃতি দিতে পারে।

মার্কিন প্রতিবেদনে আশ্চর্যজনকভাবে পর্যাপ্ত স্বীকৃতি ছাড়াই কয়েকটি রোহিঙ্গা ঘটনার উল্লেখ করে বলা হয়েছে, সরকার ১৯৫১ সালের কনভেনশনের পক্ষ না হওয়া সত্ত্বেও রোহিঙ্গাদের মৌলিক অধিকার ও কল্যাণের লক্ষ্যে শ্রদ্ধাশীল পরিবেশের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে।

এ ছাড়া প্রতিবেদনে গভীর সাগরে রোহিঙ্গাদের মর্মান্তিক প্রাণহানির ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে তাদের কল্যাণ নিশ্চিত করার ব্যাপারে বাংলাদেশের প্রচেষ্টার কোনো প্রাসঙ্গিকতা নেই।

এতে আরো বলা হয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করার সময় সূত্রগুলো প্রায়শই মানবাধিকার বিষয়গুলো তাদের ‘পরিসংখ্যান’ ভুলে যায়।

মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ১৭০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার একটি দেশ যেটি তার জনগণের সব ধরনের মানবাধিকার মানসম্মত শর্তে নিশ্চিত করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে গণমুখী উন্নয়ন করছে।

যুক্তরাষ্ট্র গত ১৩ এপ্রিল বিশ্বব্যাপী ‘২০২১ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস’ প্রকাশ করে বলেছে যে, তাদের পররাষ্ট্র দপ্তর শ্রমিকদের অধিকার, পুলিশ এবং নিরাপত্তা সমস্যা, নারীদের ইস্যু এবং অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ‘তথ্য-ভিত্তিক’ নথি তৈরি করেছে।

সূত্র: বাসস

Check Also

টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষে মত বিনিময়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি৷

টিভিএন ২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x