Friday , 10 May 2024
শিরোনাম

মারিওপোলের সেনারা আত্মসমর্পণ করবে না: ইউক্রেন

রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের সেনাদের আত্মসমর্পণের জন্য দেওয়া আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছেন সেখানকার কর্মকর্তারাসহ ইউক্রেনীয় এক এমপি।

ইউক্রেনের ওডেসা নগরীর এমপি ওলেক্সি গনচারেঙ্কো বলেছেন, ‘মারিউপোলে ইউক্রেইনীয় সেনারা আত্মসমর্পণ করবে না। আমি গতকালই তাদের সঙ্গে কথা বলেছি। আমি জানি, তারা শেষ পর্যন্ত লড়ে যাবে।’ খবর বিবিসির।

মারিওপোলের মেয়রের উপদেষ্টা পেত্রো আন্দ্রিউসচেঙ্কোও টেলিগ্রামে বলেছেন, ‘রাশিয়া অবশিষ্ট সেনাদের জন্য ‘আত্মসমর্পণ করিডোর’ এর ব্যবস্থা করার প্রস্তাব দেওয়ার পরও আমাদের প্রতিরক্ষা সেনারা তাদের প্রতিরোধ অক্ষুন্ন রেখেছে।’

রোববার রাশিয়া মস্কো সময় সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউক্রেনীয় সেনা ও ‘বিদেশি ভাড়াটে সেনাদের’ অস্ত্র সমর্পণে সময় বেঁধে দিয়ে বলেছে, যারাই অস্ত্র নামিয়ে রাখবে, তাদেরকে যুদ্ধবন্দির মর্যাদা দেওয়া হবে ও জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে।

Check Also

গোপালগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

রিপোর্ট গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সফিকুল খান। গোপালগঞ্জের তিনটি উপজেলায় সুষ্ঠুভাবেউপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x