Wednesday , 8 May 2024
শিরোনাম

দীর্ঘ ২০ বছর পর রাণীশংকৈল পৌরসভার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন। 

  আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। প্রতিষ্ঠার দীর্ঘ ২০ বছর পর রবিবার ৩ মার্চ সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার  ৩ তলা ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন স্থাপন করা হয়।  পৌরশহরের হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পুরাতন চত্বরের নিজস্ব জমিতে বহুল আকাঙ্খিত এ অত্যাধুনিক  ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপনের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য  হাফিজউদ্দিন আহম্মেদ।
এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য দেন-  পৌরমেয়র মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন- সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ। বিশেষ সম্মানিত অতিথির বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ইউএনও রকিবুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হক,উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আনিসুর রহমান। আরো বক্তব্য দেন- প্যানেল মেয়র মতিউর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, সাবেক মেয়র মকলেসুর রহমান,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব(পুরাতন) সহসভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক- সামাজিক -সাংস্কৃতিক নেতাকর্মী, পৌর কাউন্সিলর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-অধ্যাপক প্রশান্ত বসাক।  পৌর অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ৬ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে ৬৬ শতাংশ জমির ওপর এ পৌরভবন নির্মিত হচ্ছে। নন্দন কনস্ট্রাকশন ঠাকুরগাঁও এ নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

Check Also

বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের তিন জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x