Wednesday , 1 May 2024
শিরোনাম

নবীনগরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার (১৮ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৬ জুলাই নবীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কসবার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী মন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সৈয়দ মিজানুর রহমান, সদস্য শাহ আলম, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, জেলা আওয়ামীলীগের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নবীনগর পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার জাকির আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান প্রমুখ।

বর্ধিত সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জালাল। কয়েকঘন্টা ব্যাপী সভায় জেলা ও উপজেলা আওয়ামীলীগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হয় নি।

বর্ধিত সভায় নেতৃত্ববৃন্দ নবীনগর উপজেলা আওয়ামী লীগসহ উপজেলার ২১টি ইউনিয়নের আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ১৬ জুলাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেন।

Check Also

মদিনায় ভারি বৃষ্টিতে বন্যা, রেড অ্যালার্ট জারি

প্রবল বৃষ্টিপাতে সৌদি আরবের বিভিন্ন স্থানে পানি জমে বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিমাত্রায় বৃষ্টির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x