Saturday , 11 May 2024
শিরোনাম

নবীনগরে তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে নোঙরের মানববন্ধন

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলায় নোঙর (নদী নিরাপত্তার সামাজিক সংগঠন) এর নবীনগর শাখার উদ্যোগে তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় নবীনগর উপজেলা সদর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নোঙর, নবীনগর উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নোঙরের সভাপতি শামীম আহমেদ, জেলা নোঙরের সাধারণ সম্পাদক খালেদা মুন্নি, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাব, সাংবাদিক মোঃ সোহেল আহাদ, নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ ইসাক, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ সালাহউদ্দীন বাবু, উপজেলা নোঙরের সদস্য সচিব আব্দুল বাতেন সুমন, নোঙর কর্মী হাজিয়া বিনতে বাসেদ, নোঙর কর্মী সঞ্জয় শীল, ফরহাদ, আসাদুজ্জামান রিজভী, আওয়ামীলীগ নেতা চান বাদসা, বিএনপি নেতা মোঃ হুমায়ুন কবিরসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা, তিতাস নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং নদীর সীমানা নির্ধারণ ও খননের মাধ্যমে নদীর নাব্যতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

Check Also

বাংলাদেশ বিমানের যাত্রী সেবার আরেক সাফল্যের গল্প- ইতালি রিজিওনাল ম্যানেজার জনাব আবদুল্লাহ আল-হোসেন

মালিক মনজুর রোম ইতালি ঘটনার শুরুটা ইতালির নিজস্ব সময় ১১:২০ মিনিটে, ফিউমিসিনো এয়ারপোর্ট থেকে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x