মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।।রাঙ্গুনিয়া সুন্নীয়তের সবচেয়ে উর্বর ভূমি, এই উর্বর ভূমিকে যদি সঠিকভাবে চাষ চেওয়া যায় উত্তম ফসল আসবে। সঠিক চাষের অভাবে উর্বর ভূমি যেমন অকেজো হয়ে যায় অনুরূপ ভাবে আমাদের উর্বর ভুমি গুলো সঠিক চাষের অভাবে অকেজো হয়ে যাচ্ছে। নির্বাচনটা মূখ্য নয়, মূখ্য হলো সুন্নীদের সবাইকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় জাগরণ সৃষ্টি করা- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা স.উ.ম.আব্দুস সামাদ।
তিনি আরো বলেন, জাগরণ সৃষ্টি করা গেলে এর মধ্য দিয়ে সর্বক্ষেত্রে সুন্নীয়তের খেদমত করা যাবে আর ইসলামের মূলরূপ রেখাটা জাতীর কাছে সঠিকভাবে তুলে ধরা যাবে, মৌলিকত্বকে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া যাবে তাই নেতাকর্মীদের অনুরোধ সংগঠনের জন্য নতুনভাবে চাষাবাদ করুন।
বুধবার(১৬নভেম্বর)সন্ধ্যায় উপজেলার মরিয়মনগর মাস্টার কমিউনিটি সেন্টারে বা.ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা উপজেলা দক্ষিণ মধ্যমের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহ শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক আলকাদেরী, উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি আল্লামা আজিজুল হক আলকাদেরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা করিম উদ্দিন নূরী, সহ-সভাপতি করিম উদ্দিন হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসেন, সহ-সম্পাদক মাহমুদুর রশিদ মাসুদ, অর্থ সম্পাদক মাওলানা সালাউদ্দিন নেজামী, প্রচার সম্পাদক কাজী মুহাম্মদ আইয়ুব, সহ-অর্থ সম্পাদক মাওলানা সানাউল্লাহ, ইসলামী ফ্রন্ট নেতা জামাল উদ্দিন, আশরাফ উদ্দিন সরওয়ার, মাওলানা কাজী আব্দুল কুদ্দুস, মাওলানা খোরশিদ আলম, মাওলানা কোরবান আলী, কাজী মুহাম্মদ ইদ্রিস, ফরিদ সওদাগর, যুবসেনার সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম তারেক, প্রবাসী নেতা আবু মুছা, আশেকে মোস্তফা দিদার, মিজানুর রহমান মাসুদ, জামাল উদ্দিন, দক্ষিণ মধ্যম ছাত্রসেনার সভাপতি নাছিন উদ্দিন নাহিদ, সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা রাফি, উত্তরের সভাপতি জয়লান আবেদিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ জমির উদ্দিন, রাশে এমনার রনি, সৈয়দ মুহাম্মদ ইউসুফ, প্রমুখ।