Wednesday , 8 May 2024
শিরোনাম

পুনাক খাগড়াছড়ি এর উদ্যােগে মাটিরাঙ্গাতে এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরন

মোঃ আলমগীর হোসেন খাগড়াছড়ি প্রতিনিধি;

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক খাগড়াছড়ি এর উদ্যােগে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আল-ক্বারিম মহিলা হাফেজিয়া মাদ্রাসার শতাধিক ত্রতিম, দুস্থ, শিশুদের মাঝে খাবার ও ফল,হিজাব বিতরন করেছেন পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী।

বুধবার (২নভেম্বর ২০২২ইং)দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর আয়োজনে মাটিরাঙ্গা পৌরসভার নতুন পাড়া ২নং ওয়ার্ডে অবস্থিত মাটিরাঙ্গা আল-ক্বারিম মহিলা হাফেজিয়া মাদ্রাসার শতাধিক ত্রতিম, দুস্থ, শিশুদের মাঝে খাবার ও ফল, হিজাব বিতরন অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর সহধর্মীনি খাগড়াছড়ি পুনাক এর সভানেত্রী রেহানা ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম।

 

মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো:ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় এসময় খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, মানিকছড়ি সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: কামরুজ্জামান,মাটিরাঙ্গা থানা সার্কেল সহকারি পুলিশ সুপার মো:মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী,মাটিরাঙ্গা থানার ট্রাফিক ইন্সপেক্টর মো:জয়নাল আবেদীন,মাটিরাঙ্গা আল-ক্বারিম মহিলা হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো:আব্দুল কাদের, মাদ্রাসার পরিচালক মাওলানা মো:কাউছার, মাটিরাঙ্গা প্রেস-ক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল,সহ মাদ্রাসার শিক্ষার্থী পুনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন,

প্রধান অতিথির বক্তব্য খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম বলেন, আত্মমানবতার সেবায় সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় পুনাক খাগড়াছড়ি এর উদ্যােগে মাটিরাঙ্গাতে এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার, ফল, বস্ত্র বিতরন করেছে পুনাকের এধারা ভবিষৎতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মাদ্রাসার আলোচনা সভাশেষে মাটিরাঙ্গা থানা প্রাঙ্গনে খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম ও খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর সহধর্মীনি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেহানা ফেরদৌসী আম-রুপালি গাছের চারা রোপন করেন

Check Also

১৩৯ উপজেলায় আজ ভোট, ইসির যত প্রস্তুতি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x