Friday , 17 May 2024
শিরোনাম

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম,কুড়িগ্রাম প্রতিনিধি: ০৭.০৯.২৩ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অভিভাবকগনের সম্পৃক্তকরণ ও পারস্পরিক যোগাযোগ গড়ে তুলতে এ সমাবেশের আয়োজন করা হয়।ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকারের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় চত্বরের এ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মলিহা খানম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক ওবায়দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আইয়ুব আলী, মাহাবুবুল হক সাউদ, অভিভাবক এরশাদুল হক ভুট্টো, শ্যামলী রানী রায়, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। মাসফিয়া মেহজাবিন, মুনতাসির রাফি।

Check Also

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজনের ‍মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x