Wednesday , 1 May 2024
শিরোনাম

ফুলবাড়ীয়ার রাবার শিল্প ধ্বংসকারী শিক্ষকের সন্তান ডাকাত গ্রেফতার ।

ফুলবাড়ীয়ার রাবার শিল্প ধ্বংসকারী শিক্ষকের সন্তান ডাকাত গ্রেফতার ।

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধি:

৬ মার্চ ভোর অনুমান ০৪.১৫ ঘটিকায় অত্র মামলার ঘটনাস্থল ফুলবাড়ীয়া থানাধীন সন্তোষপুর নতুন রাবার বাগান আমতলী নামকস্থানে ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা ডাকাতরা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়া দেশীয় তৈরী দা, লোহার রড, লাঠি ইত্যাদি অস্ত্র নিয়ে মৃত্যুর ভয় দেখাইয়া এবং সাধারন ও গুরুতর আঘাত করিয়া বাদীসহ তাহার ছেলে এবং বাদীর ছেলের বন্ধুদ্বয় ও রাস্তায় চলমান লড়ি গাড়ী, মাহেন্দ্র গাড়ী, অটো, অটো ভ্যানগাড়ী আটক করিয়া চালক ও যাত্রীদের নিকট হইতে সর্বমোট ১৪,০৬০/-(চৌদ্দ হাজার ষাট) টাকা ডাকাতি করিয়া নিয়া যায়।

উক্ত ঘটনায় ফুলবাড়ীয়া থানার মামলা নং-০৫ তারিখ-০৭/০৩/২০২২, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ ডাকাত দল গ্রেফতার ও ডাকাতিকালে লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য অভিযানে নামে। ধারাবাহিক অভিযানে ০১/০৪/২০২২ তারিখ রাত ১৯.৩৫ ঘটিকার সময় টাংগাইল জেলার মধুপুর থানাধীন আউশনারা মোটের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্য-১। মোঃ সাকলায়েন মোস্তাক @ লিকসন (২৩), পিতা-মোঃ আব্দুল হাকিম মাষ্টার, মাতা-মোছাঃ লতিফা খাতুন, সাং-সন্তোষপুর মধ্যপাড়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ সাকলায়েন মোস্তাক @ লিকসন (২৩) কে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আসামি স্বেচ্ছায় জনাব, দেওয়ান মনিরুজ্জামান, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ময়মনসিংহের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ডাকাতি ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যহত আছে।

Check Also

মদিনায় ভারি বৃষ্টিতে বন্যা, রেড অ্যালার্ট জারি

প্রবল বৃষ্টিপাতে সৌদি আরবের বিভিন্ন স্থানে পানি জমে বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিমাত্রায় বৃষ্টির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x