Saturday , 4 May 2024
শিরোনাম

ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল অ্যাটাল

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল অ্যাটালকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

১৯৫৮ সালে ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সূত্রপাতের পর গ্যাব্রিয়েল অ্যাটালই সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। একই সঙ্গে অ্যাটাল দেশটির প্রথম কোনো প্রধানমন্ত্রী যিনি প্রকাশ্যে নিজেকে সমকামী বলে পরিচয় দেন।

আগামী জুনে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন হবে। সেই নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল ফ্রান্সকে নেতৃত্ব দেবেন।

২০ মাস দায়িত্ব পালন শেষে সোমবার (৮ জানুয়ারি) ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন এলিজাবেথ বোর্নে। প্রধানমন্ত্রী থাকাকালে আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হিমশিম খেয়েছেন তিনি।

ফরাসি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে বোর্নেকে পদ ছেড়ে দিতে নির্দেশ দেন প্রেসিডেন্ট ম্যাঁক্রো।

ফ্রান্সের রাজনীতিতে গ্যাব্রিয়েল অ্যাটালের উত্থান খুব কম সময়ের মধ্যে হয়েছে। ১০ বছর আগেও ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপরিচিত এক উপদেষ্টা ছিলেন তিনি।

দ্বিতীয়বার ক্ষমতায় এসে ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথ বোর্নেকে নিযুক্ত করেন ম্যাঁক্রো। তখন গ্যাব্রিয়েল পেয়েছিলেন শিক্ষামন্ত্রীর দায়িত্ব। এবার দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালীর পদ পেলেন তিনি।

 

 

Check Also

ট্রাম্পের বয়স নিয়ে বাইডেনের খোঁচা

বয়স নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছেই। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x