Friday , 26 April 2024
শিরোনাম

বঙ্গবন্ধু হত্যার কুশীলব খুঁজতে এ বছরই কমিশন চালুর আশা

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৫ আগস্ট এর হত্যাকাণ্ডের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন চলতি বছরেই গঠন হবে। আশা করি এ বছরের মধ্যেই কমিশন চালু করতে পারব।

শনিবার (১৩ শনিবার) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৭ জনকে হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত যারা পলাতক রয়েছেন তাদের খুঁজে দেশে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না ততক্ষণ পর্যন্ত সরকার কাজ চালিয়ে যাবে।

সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, যাদের ব্যাপারে তথ্য পাওয়া গেছে তাদের ফিরিয়ে আনার জন্য সরকার আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

দণ্ডিতদের দেশের ফিরিয়ে আনার সহযোগিতা পাচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি সহযোগিতা না পেলে এটাও সম্ভব নয়।

আনিসুল হক বলেন, অতীতে বিভিন্ন সময় সরকার যেসব সমস্যা সৃষ্টি করেছে সেগুলো একে একে সমাধান করে সামনের দিকে এগোচ্ছে।

Check Also

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান শেখ হাসিনা প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x