Friday , 3 May 2024
শিরোনাম

বঙ্গবাজারের আগুনের ঘটনায় ফায়ারসার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি

বঙ্গবাজারে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিন অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা বলা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে কমিটির সভাপতি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম, ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র ও উপসহকারী পরিচালক (ঢাকা জোন-১) মো. বজলুর রশিদ।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য ৭ কার্যদিবস সময় দেয়া হয়েছে।

Check Also

‘মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় দেখে না’

বাংলাদেশি হত্যার কী জবাব দেবে মানবাধিকার সংস্থাগুলো? তিনি মানবাধিকার সংস্থাগুলোর কাছে এর জবাব চেয়েছেন। তিনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x