Friday , 3 May 2024
শিরোনাম

বরগুনার পাথরঘাটায় ৬০ লক্ষ টাকা মূল্যের চিংড়ীপোনা-সহ ১১ জনকে আটক

মোঃ মহিবুল ইসলাম পাথরঘাটা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটার কোস্টগার্ড ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার এম,জমির হোসনের নেতৃত্বে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে মটর সাইলে ড্রাম আর সিলভার কলস বোঝাই করে গলদা আর বাগদা চিংড়ী পোনা পাচারের সময় ১১ টি মটর সাইকেল সহ ১১ জনকে আটক করেছে।

এসময় তাদের বহনকরা ৫০টি ড্রাম ও৫টি সিলভার কলসে ৬০ লক্ষ টাকা মূল্যের চিংড়ী পোনা জব্দ করা হয় বলে কোস্টগার্ড সুত্র জানায়।

কোস্টগার্ড গোয়েন্দা বিভাগ ডেইলি বরগুনা নিউজকে জানায়,বিশ্বস্ত সুত্রে তারা জানতে পায় উপজেলার কাঠালতলী গ্রামে বিষখালী নদী থেকে অবৈধ ভাবে আহোরিত প্রচুর পরিমানে বাগদা ও গলদা চিংড়ী পোনা মটর সাইকেলে বাগেরহাটের বিভিন্ন মাছের ঘেরে বিক্রীর জন্য পাচার হচ্ছে। কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১১টি মটর সাইকেলে বাঁধা ড্রাম ও কলস বোঝাই চিংড়ী পোনা সহ ১১জনকে আটক করে।

 

শুক্রবার সকালে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্টেট হোসাইন মোহম্মদ আল-মুজাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

পরে জব্দকৃত পোনা বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x