Wednesday , 1 May 2024
শিরোনাম

বান্দরবানের আজিজনগর ইউনিয়নে ২কোটি ৭০ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জাতির পিতার সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মন্ত্রী বলেন,পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামোসহ সকল খাতের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

১৫অক্টোবর শনিবার সকালে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে সড়ক, বৌদ্ধ বিহার, ব্রিজ সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনের পর আজিজনগর চাম্বি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সমতল এলাকার মত পার্বত্য এলাকারও ব্যাপক উন্নয়ন হচ্ছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।

আজিজনগরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জসিম উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠিত সভায় এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.লুৎফুর রহমান, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তফা জাবেদ কায়সার, পাবর্ত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদস্য ফাতেমা পারুল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত সহ সরকারী বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সভা শেষে পার্বত্যমন্ত্রী স্থানীয় জনগণের মাঝে কৃষি উপকরণ,ট্রেউটিন,ভিজিডি চাউলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

Check Also

মহান মে দিবস আজ

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x