Thursday , 2 May 2024
শিরোনাম

বান্দরবানে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারের অংশ গ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

বান্দরবানের সকল উপজেলার সকল কর্মকর্মকর্তা ও কর্মচারীদের ছেলে- মেয়েরা অংশগ্রগণ করেছে এই জেলা পর্যারের প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে,যারা জেলা পর্যায়ে ভালো পারফর্ম করতে পারবে তারা বিভাগীয় পর্যায়ে অন্য জেলার সাথে খেলবে।

সরকারি কর্মকর্তা- কর্মচারী ও তাঁদের ছেলে -মেয়েদের জন্য জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।

৩ই জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়।পায়ড়া উরিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)শেখ সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) উম্মে কুলসুম, নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহীদ রাতুল,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শাহ নেওয়াজ মেহেদী,নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লা আল মামুন,নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস,নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা।

সরকারি কর্মকর্তা- কর্মচারী ও তাঁদের ছেলে -মেয়েদের জন্য জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এ বান্দরবান জেলার সদর উপজেলা সহ ৬ টি উপজেলা হতে খেলোয়াড়গণ অংশগ্রহণ করে।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x