Wednesday , 1 May 2024
শিরোনাম

বান্দরবানে প্রশিক্ষণহীন ও অদক্ষ চালকের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যা

মুহাম্মদ আলী স্টাফ রিপোর্টারঃ বান্দরবানের থানচি যাওয়ার প্রধান সড়কের বিভিন্ন স্থানে আঁকাবাকা ও সরু হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটকদের। সাথে আছে দুর্ঘটনার ঝুঁকি। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের পাহাড়ী রাস্তায় গাড়ি চালানোয় অদক্ষতার কারণে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন।

বান্দরবানের থানচি উপজেলায় রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র। পাহাড়ী আকাঁবাকা আর উচু-নিচু প্রায় ৮৫কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাত্রীদের পৌছাঁতে হয় থানচি উপজেলায়। তবুও প্রতিদিনই দেশের নানা প্রান্তের মানুষ সেখানে যাচ্ছেন।

স্থানীয়রা বলছেন, দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা এমন সড়কে গাড়ী চালিয়ে অভ্যস্ত না হওয়ায় বাড়ছে দুর্ঘটনা। এদিকে ভ্রমণ নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। সেইসাথে দুর্ঘটনা এড়াতে পাহাড়ী সড়কে যানবাহন চালনায় পর্যটকদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিলেন তিনি।

গেল ৩ বছরে বান্দরবান থানচি সড়কের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১১জন পর্যটক। আর আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক।

Check Also

মহান মে দিবস আজ

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x