Thursday , 2 May 2024
শিরোনাম

বান্দরবান ১নং রাজবিলা ইউপির অভিষেক অনুষ্ঠান ও প্রথম সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবান সদর উপজেলার ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য- সদস্যাদের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে অভিষেক অনুষ্ঠান ও প্রথম সভা রাজবিলা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠান ও প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পাইমংথুই মারমা (রাজুমং)।

সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন ৩১৯নং রাজবিলা হেডম্যান রুইপ্রু অং চৌধুরী, অভিষেক অনুষ্ঠান ও প্রথম সভায় সভাপতিত্ব করেন ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ক্য অং প্রু মারমা।১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইফুদ্দীন (লিটন) এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান ও প্রথম সভায় আরো উপস্থিত ছিলেন ১নং রাজবিলা ইউপি’র ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার খ্যাইমেচিং মারমা, ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার সুইওয়াইচিং মারমা, ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আনু চিং মারমা, রাজবিলা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য লাল চুং মারমা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পাই সুই অং মারমা, ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য সুই চাউ মারমা, ৪নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য সুই সা চিং মারমা,৫নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ বাদশা আলমগীর, ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য পাই সুই উ মারমা, ৭নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য উসুই সিং মারমা, ৮নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মংয়নু মারমা, ৯নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য পাইসিংমং মারমা, জিও এনজিও প্রতিনিধিগন’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ১নং রাজবিলা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারদের ফুল দিয়ে ও সম্মাননা ক্রেস্ট দিয়ে দিয়ে বরণ করে নেওয়া হয়। ১নং রাজবিলা নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। রাজবিলা ইউনিয়ন পরিষদের অভিষেক প্রথম সভা কে ঘিরে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x