Friday , 26 April 2024
শিরোনাম

‘বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে’

শর্তসাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরঘাটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আগে যেই অবস্থানে ছিলাম, সেই অবস্থায় এখনো আছি। আমরা মনে করি বিএনপি একটা রাজনৈতিক দল, তাদের রাজনীতি করার অধিকার আছে। তারা নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করবে এখানে আমাদের কোনো কিছু বলার নেই। তারা যদি রাজনৈতিক সৃষ্টাচার ভঙ্গ করে অন্য কিছু করার চেষ্টা করে তখন আমাদের অবজেকশন থাকবে।’

বিএনপির সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘তাদের আমরা কখনো মানা করিনি, তারা পুরো বাংলাদেশে মিটিং-সমাবেশ করছে। ঢাকার জন্য আমরা তাদের মানা করিনি। আমরা শুধু আশঙ্কার কথা বলেছি।’

বিএনপি নেতাদের উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এই যে ২৫-৩০ লাখ লোক আসবে, কোথায় বসবে, কোথায় থাকবেন তারা। পুরো ঢাকা শহর অচল করে দেবেন, আপনাদের কথায় তাই মনে হচ্ছে। আমরা বলছি বড় কোনো জায়গায় যান।

‘তাদের লেটেস্ট একটা দাবি ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, আমরা কমিশনারকে (ডিএমপি) জানিয়ে দিয়েছি, আমাদের প্রধানমন্ত্রীরও নির্দেশনা যেখানে তারা পারমিশন চায় সেখানে যেন দেই। তাদের জানিয়ে দেওয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করতে পারবে। কিন্তু অবশ্যই কোনো ভায়োলেন্স তারা করবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, জনদুর্ভোগ করবে না—এটা বিএনপির প্রতি রিকুয়েস্ট থাকবে।’

Check Also

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান শেখ হাসিনা প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x