ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিবন্ধনের তথ্যে ঘাটতি, প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ ১৪৪ দল যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মতলব উত্তরের টরকীকান্দায় জমি দখল ও প্রাণনাশের হুমকি: নিরাপত্তাহীনতায় ভোগছেন এক পরিবার ফেব্রুয়ারিতেই নির্বাচন, ব্যতিক্রম নয়: মির্জা ফখরুল আয়কর গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে ১৮৭৪ কোটি টাকার কর ফাঁকি রাণীশংকৈলে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারী আটক, অর্থদন্ডসহ কারাদণ্ড। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক চেয়ারম্যান লায়ন এম কে বাসার আটক

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাংবাদিক

সফিকুল ইসলাম রানা।।

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থিত পরিবার পরিকল্পনা কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, পরিকল্পিত পরিবার একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত। আজকের তরুণ প্রজন্মকেই পরিবার গঠনের ক্ষেত্রে সচেতন সিদ্ধান্ত নিতে হবে। ছেলে হোক, মেয়ে হোক—২টি সন্তান যথেষ্ট—এই বার্তাটি শুধু স্লোগানে সীমাবদ্ধ না রেখে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। জন্মনিয়ন্ত্রণ একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা না থাকলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও জনসংখ্যা বিস্ফোরণ আমাদের সামনে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আমরা চাই, প্রতিটি পরিবার সুস্থ হোক, শিক্ষিত হোক, এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হোক। এজন্য তারুণ্যকে সচেতন, দক্ষ ও অংশগ্রহণমূলক করে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো গতিশীল করতে মাঠ পর্যায়ে কাজ করা কর্মীদের সম্মান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (পরিবার পরিকল্পনা) ডা. রোমানা আফরোজ।

আলোচনা শেষে চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পারফর্মারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. রোমান মিয়া, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) লিপি আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোরশেদা আক্তার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ফরাজীকান্দি ইউনিয়ন।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ, মাঠকর্মী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতি বছর ১১ জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস, যার মাধ্যমে পরিবার পরিকল্পনার গুরুত্ব ও সামাজিক উন্নয়নে এর ভূমিকা তুলে ধরা হয়।

নিউজের উল্লেখিত ছবি ক্যাপশন:
মতলব উত্তরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মাহমুদা কুলসুম মনি

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৫১০ Time View

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেটের সময় : ০৩:১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

সফিকুল ইসলাম রানা।।

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থিত পরিবার পরিকল্পনা কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, পরিকল্পিত পরিবার একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত। আজকের তরুণ প্রজন্মকেই পরিবার গঠনের ক্ষেত্রে সচেতন সিদ্ধান্ত নিতে হবে। ছেলে হোক, মেয়ে হোক—২টি সন্তান যথেষ্ট—এই বার্তাটি শুধু স্লোগানে সীমাবদ্ধ না রেখে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। জন্মনিয়ন্ত্রণ একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা না থাকলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও জনসংখ্যা বিস্ফোরণ আমাদের সামনে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আমরা চাই, প্রতিটি পরিবার সুস্থ হোক, শিক্ষিত হোক, এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হোক। এজন্য তারুণ্যকে সচেতন, দক্ষ ও অংশগ্রহণমূলক করে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো গতিশীল করতে মাঠ পর্যায়ে কাজ করা কর্মীদের সম্মান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (পরিবার পরিকল্পনা) ডা. রোমানা আফরোজ।

আলোচনা শেষে চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পারফর্মারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. রোমান মিয়া, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) লিপি আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোরশেদা আক্তার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ফরাজীকান্দি ইউনিয়ন।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ, মাঠকর্মী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতি বছর ১১ জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস, যার মাধ্যমে পরিবার পরিকল্পনার গুরুত্ব ও সামাজিক উন্নয়নে এর ভূমিকা তুলে ধরা হয়।

নিউজের উল্লেখিত ছবি ক্যাপশন:
মতলব উত্তরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মাহমুদা কুলসুম মনি