Saturday , 4 May 2024
শিরোনাম

বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

লোকমান আনছারী চট্টগ্রাম:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় মাদ্রাসা মাঠে আয়োজিত অনষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এস.এম ফরিদ উদ্দিন।আরবি প্রভাষক মাওলানা আবু তাহের ফারুকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গর্ভনিং বডির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবী,নাতে মুস্তফা পরিবেশন করেন শিক্ষার্থী মুহাম্মদ মুজাদ্দেদ হোসাইন জুনাইদ।বক্তব্য রাখেন, বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জাহেদ হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ নুরুলআমিন, আরবি প্রভাষক আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন, মুহাম্মদ ইলিয়াছ মেম্বার, ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তানভীর কুতুবী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতিমখানা কমিটির সহ- সভাপতি মুহাম্মদ আবু ছৈয়দ, এতিমখানার উপদেষ্টা কমিটির প্রধান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী,আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব,আলহাজ্ব মুহাম্মদ ফোরকান বাবু,আলহাজ্ব মুহাম্মদ নূরুল হক,আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার,আলহাজ্ব মুহাম্মদ মনসুর আলম চৌধুরী,খোরশেদুল আলম চৌধুরী, শেখ মুহাম্মদ মুনিরুল হাসান, শেখ মুহাম্মদ ফরহাদ, সহকারী অধ্যপক শেখ মুহাম্মদ ফয়েজ উল্লাহ, ইতিহাস প্রভাষক ইলিয়াছ মুহাম্মদ শোয়াইব, বাংলা প্রভাষক মনজুরল কাদের, আরবি প্রভাষক জমির হোসাইন কাদ্বেরী, সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসাইন,সিনিয়র শিক্ষক আবু হেনা মুহাম্মদ সৈয়দ নূর,সিনিয়র শিক্ষক রুহুল কাদের চৌধুরী-সহ সকল শিক্ষক-শিক্ষিকামণ্ডলী।এসময় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবতেদায়ী ও দাখিল পর্যায়ে। পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে তাদেরকে লেখাপড়ায় ধারাবাহিকতা রক্ষা করার জন্য বলেন এবং যারা ভালো করেনাই তাদের হতাশ না হয়ে আগামী দিনে আরো ভালো করার জন্য উৎসাহিত করেন।অভিভাবকদের তাদের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার জন্য আহবান জানান।শেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা এস. এম ফরিদ উদ্দীন সমাপনি মোনাজাত এর মাধ্যমে মাজহাব-মিল্লাত, সমাজ ও রাষ্ট্রের উন্নতি ও সমৃদ্ধি দোয়া কামনা করেন।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x