Friday , 3 May 2024
শিরোনাম

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ছাড়াল ৮৮ হাজার টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল। এবার ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৮৮ হাজার ৪১৩ টাকা।

স্বর্ণের নতুন এই দাম এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ। শুক্রবার থেকে সারা দেশে এ দাম কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।

সর্বশেষ ৪ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়ায় সমিতি।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ৮৮ হাজার ৪১৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট ৭২ হাজার ৩১৭ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম হবে ৬০ হাজার ৩০৩ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৮৭ হাজার ২৪৭ টাকায় বিক্রি হয়েছে। আর ২১ ক্যারেট ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেট ৭১ হাজার ৩৮৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ৫৯ হাজার ৪৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ৮১৭ টাকা বাড়ছে।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x