Thursday , 2 May 2024
শিরোনাম

বৈঠকে বসেছে আ. লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় সমাবেশের নামে অপরাজনীতি থামাতে বৈঠকে বসেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ইস্কাটনে জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসভবনে ওই বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্বে করছেন আমির হোসেন আমু।

বৈঠকে যোগ দিতে একে একে ইস্কাটনে আসেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের কমরেড দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, জাতীয় পার্টির-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জ, মহাসচিব শেখ শহিদুল ইসলামসহ জোটের অন্য নেতারাও।

জোট সূত্র জানায়, বিএনপির সরকারবিরোধী আন্দোলন, সামনে জোটগত জাতীয় নির্বাচনসহ রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আজকের আলোচনায় উঠে আসবে।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতাকর্মীদের। এতে মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত হন। এছাড়া আহত হন আরো ২০ জন। সংঘর্ষের সময় টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। বিএনপির নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। এরপর সংঘর্ষ শেষে বিএনপির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।

অভিযানে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যেখানে কেন্দ্রীয় প্রায় আটজন নেতা রয়েছেন। এদিকে, রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ। নয়াপল্টনসহ আশপাশের এলাকা কার্যত পুলিশের দখলে।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x