Saturday , 4 May 2024
শিরোনাম

ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় প্রতিবাদ সভা

সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন: ১৫ মে মাদক কারবারিকে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকা মানহানি মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছেন সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (২১ মে) বিকালে উপজেলার জনার কেঁওচিয়া মাদারবাড়ি রোড ভিউ হোটেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ প্রতিবাদ সভায় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। ভোরের কাগজের সাতকানিয়া প্রতিনিধি এম নাজিম মাহমুদের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, কুমিল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সিনিয়র রিপোর্টারসহ ৫ জনের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে আপোষহীন পত্রিকা ভোরের কাগজের বিরুদ্ধে দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি করা হয়। অবিলম্বে নিঃশর্ত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সাংবাদিকরা।
এ সময় বক্তব্য রাখেন, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সুকান্ত বিকাশ ধর, দৈনিক পূর্বদেশের প্রতিনিধি শহিদুল ইসলাম বাবর, প্রথম আলোর প্রতিনিধি মামুন মুহাম্মদ, দৈনিক সুপ্রভাতের প্রতিনিধি জাহেদ হোসাইন, ইনফো বাংলা ও বাংলা ৫২ নিউজ প্রতিনিধি মোহাম্মদ হোছাইন,জিটিভি দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হারুনুর রশিদ, ইত্তেফাক প্রতিনিধি দিদারুল আলম, নয়া দিগন্তের প্রতিনিধি মনজুর আলম, বিজয় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন, বাংলা টিভির প্রতিনিধি এম এ এইচ রাব্বি ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি ইকবাল হোসেন।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x