Sunday , 19 May 2024
শিরোনাম

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হোটেল ও মিঠাইকে জরিমানা

তদারকীর অংশ হিসেবে রাজধানীর মিরপুর মনিপুর বারেক মোল্লার মোড়ে ২টি হোটেল ও একটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় হোটেল শাহ্পরান এ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি,সাইনবোর্ড পরিমাপে বড় ও ট্রেড লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে চল্লিশ হাজার টাকা জরিমানা,হোটেল পাঁচ ভাই ফুটপাতে মালামাল রাখায় পাঁচ হাজার টাকা ও মিস্টির দোকান মিঠাই এ ট্রেড লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রবিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালত এ অর্থ দন্ড প্রদান করেন,

অভিযান সূত্রে জানা গেছে,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. নূর হোসেন নির্ঝর এ অভিযান পরিচালনা করেন।

জরিমানার পাশাপাশি পরিচ্ছন্নতা ও খাবারের মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদানসহ তাদেরকে লাইসেন্সের আবেদন ফরম সরবরাহ করা হয় এবং ৭ দিনের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স সংগ্রহের নির্দেশনাও প্রদান করা হয়।

Check Also

গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x