Wednesday , 1 May 2024
শিরোনাম

মা‌টিরাঙ্গা কৃষি কর্মকর্তার অনিয়ম

মো: সুমন ,পার্বত্য অঞ্চল খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের লাগামহীম দুর্নী‌তি,অ‌নিয়ম ও অর্থ আর্থসাতের ঘটনা ঘটেছে। কৃ‌ষি কর্মকর্তা মুস্তা‌ফিজুর রহমা‌ন ও তার একান্ত সহ‌যো‌গি কৃ‌ষি উপসহকারী আ‌মির হো‌সেন এর সেচ্চাচা‌রিতায় অ‌তি‌ষ্ঠ স্বয়ং অফিস সহকর্মীরাও। সিমাহীন অ‌নিয়ম, দুর্নী‌তি ও অর্থ আর্থসা‌তের বাস্তব চিত্র। প্রধানম‌ন্ত্রী শেখ হা‌সিনা বলে‌ছেন, দে‌শের এক ই‌ঞ্চি জায়গা খা‌লি রাখা যা‌বেনা। সে ল‌ক্ষে কৃষক কে আ‌র্থিক সহায়তা,সার বীজ,ও কিটনাশক দি‌য়ে সহ‌যো‌গিতা উৎসা‌হিত করতে দেওয়া বরাদ্দে লুটপাটের ঘটনা ঘটছে। কিন্তু স‌ঠিক তদার‌কি ও বিতর‌ণের অভা‌বে তার সুফল পা‌চ্ছেনা কৃষকরা। কৃষক জা‌নেনা সরকার তার জন‌্য কি প‌রিমান উপকরণ দি‌চ্ছে। নয় ছয় আঠা‌রো ক‌রে বু‌ঝি‌য়ে দি‌চ্ছে কৃষকদের। অনুসন্ধা‌নে এম‌নি তথ্য বে‌রি‌য়ে এ‌সে‌ছে মা‌টিরাঙ্গা কৃ‌ষি কর্মকর্তা মুস্তা‌ফিজুর রহমান ও উপসহকা‌রি আ‌মির হো‌সে‌নের অ‌নিয়ম দুর্নী‌তি ও অর্থ আত্মসাতের বিষয়ে।

Check Also

মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

এবার দেশে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x