Thursday , 2 May 2024
শিরোনাম

মালদ্বীপের স্পিকার ও সাবেক প্রেসিডেন্টের সাথে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাত

মালদ্বীপের পিপলস মজলিস এর স্পিকার ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মালদ্বীপের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

আজ ২৩ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ফাতিমা নিউসা এবং দূতাবাসের প্রথম সচিব ও দূতালায় প্রধান মো: সোহেল পারভেজ।

সাক্ষাতের সময়, উভয় দেশ ও ভাতৃপ্রতিম জনগণের মধ্যকার চমৎকার সম্পর্কের বিষয়ে উল্লেখ করে মালদ্বীপের স্পিকার বাংলাদেশের কৃষি ক্ষেত্রের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন ও মালদ্বীপের কৃষি উন্নয়নে প্রয়োজনীয় যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোকপাত করেন।

তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক উন্নতি বিষয়ে উল্লেখ করেন ও বিশ্বের বুকে বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসাবে দাঁড় করানোর জন্য শেখ হাসিনা সরকারের বিশেষ প্রশংসা করেন।

আলোচনার এক পর্যায়ে স্পিকার বাংলাদেশের উন্নয়ন ও সার্বিক অবস্থা স্বচক্ষে দেখার জন্য বাংলাদেশ সফরের বিষয়েও তার আগ্রহ ও সম্মতি ব্যক্ত করেন। এছাড়াও হাইকমিশনার মালদ্বীপে কর্মরত প্রবাসী কর্মীদের সুযোগ সুবিধা সমুন্নত রাখা ও বাংলাদেশ হতে নতুন কর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্পিকারকে অনুরোধ জানান।

পরিশেষে দক্ষিণ এশিয়ার ভাতৃপ্রতিম এই দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যক্ত করে আলোচনা শেষ হয়।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x