Friday , 26 April 2024
শিরোনাম

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে অনুমতি, গ্রিসের সঙ্গেও চুক্তি

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে অনুমতি দেয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’সহ দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ার কর্মী যাওয়া শুরু হচ্ছে। এ বছরের মধ্যে ১ লাখ নাকি ২ লাখ যাবে, সেটি নির্ভর করবে আমরা কত দ্রুত পাঠাতে পারি তার ওপর। আবার মালয়েশিয়া থেকে ডিমান্ড আসতে পারে।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, গ্রিসের সঙ্গে আমরা চুক্তি করেছি। ইউরোপে এটি প্রথম চুক্তি শ্রমবাজারের জন্য। আমরা এখানে খুব বেশি আগ্রহী ছিলাম এ জন্য যে, যারা যাবে তারা যেন বৈধ পথে গিয়ে বৈধভাবে কাজ করতে পারে। আজকে গ্রিসে করা হয়েছে, ভবিষ্যতে আশা করছি, আরও দেশে একই রকম চুক্তি করে আরও শ্রমবাজার উন্মুক্ত করতে পারবো।

Check Also

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান শেখ হাসিনা প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x