Thursday , 2 May 2024
শিরোনাম

মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান ৩ লাখ ৫৫ হাজার মিটার জাল জব্দ

সফিকুল ইসলাম রানাঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ১১ অক্টোবর প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মতলব উত্তর উপজেলায় মৎস্য বিভাগ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ওই কারেন্ট জাল জব্দ করে। জব্দ করা ওই জাল মেঘনা নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়।
শুক্রবার (০৭ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর এই ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। এ সময় ইলিশ আহরণ, বিপণন ও মজুতসহ সব ধরনের সরবরাহ ২২দিনের জন্য নিষিদ্ধ করেছে সরকার।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান এর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও মোহনপুর নৌ-পুলিশের সহযোগিতায় মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ সময় মেঘনা নদীতে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের সময় ৫ জেলেকে আটক করে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, সকাল থেকে উপজেলা টাস্কফোর্স, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ নদীতে অভিযান চালায়। এই সময় কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সে জন্য ২২ দিন নদীতে অভিযান অব্যাহত থাকবে।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x