Sunday , 12 May 2024
শিরোনাম

মুক্তি পেল দেশের এক অন্যতম ব্যান্ড অবশেষের প্রথম গান ‘অধরা’

অবশেষে মুক্তি পেল অবশেষ ব্যান্ডের প্রথম গান ‘অধরা’। গানটি ১২ সেপ্টেম্বর ঢাকার ফামগেইটের হ্যাবি মেটাল টি শাট শোরুমে প্রকাশ পায়। মূলত গানটিতে মানুষের না পাওয়া অধরা কে বুঝানো হয়েছে।

২০২২ সালের ২১ই সেপ্টেম্বর ব্যান্ডটি ৬ জন নিয়ে তাদের যাত্রা শুরু করেছিলেন। বতমানে ব্যান্ডটিতে কাজ করছেন মোট ১০ জন শিল্পি।

 

অধরা গানটির কথা লিখেছেন তাসনিয়া সাইকা,
ভোকাল এ ছিলেন জিকরুল হোসেন তোতন ও রোদ্রিগেস প্রিয়তি, বেইজ গিটারে ছিলেন আহনাব নুর ফাইয়াজ ও ড্রামে ছিলেন রৌদ্র চৌধুরী।

ব্যান্ডটির ড্রামার রৌদ্র চৌধুরী বলেন,

আসলে আমরা খুব খুশি যাহ বলে বুঝাতে পারবো না। আমার প্রত্যেকটা মেম্বার কঠোর পরিশ্রম করেছে এই গানের জন্য। ৬ মাস আগে শুরু হওয়া গানের কাজের সমাপ্তি হলো রিলিজ এর মধ্যে দিয়ে। আশা করি আগামীতে দশক শ্রতাদের আরো ভালো কিছু উপহার দেওয়ার জন্য।

 

ইতিমধ্য গানটি তাদের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

Check Also

বেসিস নির্বাচনে কারচুপির অভিযোগ, ফলাফল প্রত্যাখ্যান করে আপিল

নিজস্ব প্রতিবেদক গত ৮ এপ্রিল (বুধবার) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x