Saturday , 4 May 2024
শিরোনাম

মুন্সিগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত ।

নিজস্ব প্রতিবেদক:

“কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুন্সিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ সুপার মার্কেট সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটি উদযাপন করেন স্থানীয়রা।

পরে পুলিশ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্দি দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার, সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ আব্দুস সালাম ও কমিউনিটি পুলিশিং জেলার সভাপতি প্রফেসর প্রবীর কুমার গাঙ্গুলী উপস্থিত ছিলেন প্রমুখ।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x