Tuesday , 30 April 2024
শিরোনাম

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সুধী সমাবেশ ও শ্রমিক বন্ধু সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর, ২০২২ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা প্রফেসর ডঃ মোঃ জহুরুল ইসলামের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ জিপি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আখতারুজ্জামান মাসুম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি ও বিএমএর সভাপতি ডা. আমিনুল হক রতন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলার সাবেক কমান্ডার ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, রমৈবি’র ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দীন আহমেদ এবং লেখক-গবেষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মো. কারশেদ আলম, অরণি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক সোহেলী পারভীন ঝুমুর, কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ওবাইদুর রহমান, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের প্রভাষক রেড ক্রিসেন্ট এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. আশরাফ আলী, ধূসর পাণ্ডলিপির সমন্বয়ক ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. কবিরুল ইসলাম, অগ্রণী ব্যাংক কুষ্টিয়া নিউ মার্কেট শাখার কর্মকর্তা মো. মসলেম উদ্দীন, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরকার, কূষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুনসী সাঈদ, জ্যোতি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দা হাবিবা, কবি ও সংগঠক কনক চৌধুরী, লেখক, গবেষক ও পরিবেশবিদ গৌতম কুমার রায়, কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইনস্ট্রাক্টর মো. রেজাউল করিম মিন্টু, সাংবাদিক এস এম জামাল ও প্রীতম মজুমদার, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সাধারণ সম্পাদক তুষার রতন, রমৈবি’ সাবেক চিফ মার্কেটিং অফিসার রেজাউর রহমান শাহীন, রমৈবি’র ইংরেজি বিভাগের প্রভাষক মো. রিপন আলী।
উল্লেখ্য, একই দিন বেলা ১১ঃ০০ টায় নির্মাণ শ্রমিকদের সমন্বয়ে শ্রমিক বন্ধু সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম, লেখক -গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রমোশন অফিসার ইমাম মেহেদী।

Check Also

দেশজুড়ে বৃষ্টির সুখবর দিলো আবহাওয়া অফিস

দেশে টানা তাপপ্রবাহ চলছে। এরমধ্যে কোথাও কোথাও তাপপ্রবাহ অতি তীব্র আকার ধারণ করেছে। চুয়াডাঙ্গায় চলতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x