Friday , 3 May 2024
শিরোনাম

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

অদ্য ১৪ জুন, ২০২৩ শনিবার বিকেল ০৩ ঘটিকায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের সাইন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী।

শৃঙ্খলা কমিটির আহবায়ক ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রক্টর জনাব এস এম হাসিবুর রশিদ তামিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মো. শহীদুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নুর উদ্দিন আহমেদ।

শৃঙ্খলা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শৃঙ্খলা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। শিক্ষক মহোদয়গণ কর্তৃক কারিকুলামের ভিত্তিত্বে শিক্ষার্থীদের উন্নত ও মানসম্মত পাঠদান নিশ্চিতকরণ, সকলের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে পরিচয় পত্র ব্যবহার, মার্জিত আচরণ ও পোশাক ব্যবহার,
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময় অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালন, বিশ্ববিদ্যালয়কে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং দায়িত্ব পালনকারীদের এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখা, সিকিউরিটি গার্ডের দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং নিদ্দিষ্ট পোশাক পরিধান করা, বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রত্যেকের বর্তমান ঠিকানা হালনাগাদকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক বিষয় তুলে ধরা এবং নেতিবাচক বিষয় বা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয় এমন বিষয়ে পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার না করার আহ্বান জানানো হয়।

Check Also

ফরিদগঞ্জ ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির।

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x